কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ডিজি

 স্টাফ রিপোর্টার | ৮ সেপ্টেম্বর ২০১৯, রবিবার, ৮:৪৩ | পাকুন্দিয়া  


স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ নিউজ, ৮ সেপ্টেম্বর, ২০১৯: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা পরির্দশন করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্তি সচিব মো. হান্নান মিয়া। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে তিনি উপজেলার ঐতিহাসিক শাহ্ মাহমুদ মসজিদ ও বালাখানা, সাদী মসজিদ এবং এগারসিন্দুর দুর্গ সরেজমিনে ঘুরে দেখেন।

এসময় তাঁর সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান ছাড়াও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

ঐতিহাসিক এসব স্থাপনাগুলো পরিদর্শনে এসে শত শত বছর পুরনো এসব ঐহিত্য সংরক্ষণের জন্য উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর