কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় সীমানা বিরোধে পুত্র নিহত, পিতা গুরুতর

 স্টাফ রিপোর্টার | ৯ অক্টোবর ২০১৯, বুধবার, ১২:৪২ | পাকুন্দিয়া  


পাকুন্দিয়ায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীর সাথে সংঘর্ষে আহত হওয়া মোকলেস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পিতা আব্দুল কাদির (৫৫)। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের ঠুটারজঙ্গল গ্রামে ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঠুটারজঙ্গল গ্রামের আব্দুল কাদিরের পরিবারের সাথে প্রতিবেশী জমসেদ মিয়াদের পরিবারের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৭টার দিকে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আব্দুল কাদির এবং তার পুত্র মোকলেস সহ উভয়পক্ষে অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মোকলেসকে প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে মুমূর্ষু অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ঢাকা থেকে তাকে কিশোরগঞ্জ ফিরিয়ে নিয়ে আসার পথে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

এছাড়া সংঘর্ষে আহত পিতা আব্দুল কাদিরকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকুন্দিয়া থানার ওসি মো. মফিজুর রহমান জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর