পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) এসএম শফিকুল ইসলাম কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন। সেপ্টেম্বর (২০১৯) মাসের পারফর্মেন্স বিবেচনায় তাকে কিশোরগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত করা হয়।
এর আগে গত জুলাই মাসেও তিনি কিশোরগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত ও পুরস্কৃত হয়েছিলেন।
রোববার (২০ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) এসএম শফিকুল ইসলাম এর নাম ঘোষণা করেন।
এ সময় তিনি শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শকের পুরস্কার হিসেবে পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) এসএম শফিকুল ইসলাম এর হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।
মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) এসএম শফিকুল ইসলাম জানান, এই পুরস্কার তার দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। আগামী দিনেও পেশাগত দায়িত্ব পালনে আরো বেশি সচেষ্ট হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।