কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি আলোচনা

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৫ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৮:৪০ | পাকুন্দিয়া  


‘অভিগম্য আগামীর পথে’ শ্লোগানকে ধারণ করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে গাংধোয়ারচর প্রতিবন্ধী স্কুলে র‌্যালি, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান।

এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল, উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী মো. নূরুল ইসলাম দুলাল, চরফরাদী ইউপির মহিলা সদস্য দিলোয়ারা নার্গিস এবং গাংধোয়ারচর প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ফরমোজা মোমতাজ লিলি প্রমুখসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. নাহিদ হাসান বলেন, প্রতিবন্ধীরা কোনো বোঝা নয়। প্রতিবন্ধীদের কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের যে কোনো ধরণের সহযোগিতা করা হবে। যেন কোন প্রতিবন্ধী শিক্ষার্থীই পড়ালেখার বাইরে না থাকে সেজন্য কাজ করা হচ্ছে।

এজন্য সমাজের গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর