যথাযথ মর্যাদায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, পাকুন্দিয়া মহিলা আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাইফুল আলম, একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম প্রমুখ।
এসময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি পালন উপলক্ষে সন্ধ্যায় স্থানীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর ম্যুরালে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।