পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি মডেল টেকনিক্যাল স্কুলের প্রয়াত সহকারী শিক্ষক শফিকুল ইসলামের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে তারাকান্দি মডেল টেকনিক্যাল স্কুল প্রাঙ্গণে এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন তারাকান্দি মডেল টেকনিক্যাল স্কুলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু তাহের মাস্টার।
এতে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন তারাকান্দি মডেল টেকনিক্যাল স্কুলের পরিচালক এ,টি,এম খলিলউল্লাহ শাকিল, এম.এ মান্নান মানিক কলেজের প্রভাষক এম.এস আল-মামুন, তারাকান্দি মডেল টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া রিজন, অভিভাবক রফিকুল ইসলাম, শাহজাহান মাস্টার, শামসুল মাস্টার, মরহুমের ভাগ্নে ফাহাদিস ইসলাম ছোটন প্রমুখ।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।