আনন্দঘন পরিবেশে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী দৈনিক ‘ইত্তেফাক’ এর ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান।
পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি এমএ রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান, পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) এসএম শফিকুল ইসলাম, পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আছাদুজ্জামান খন্দকার, জেলা ছাত্রলীগের সহসভাপতি সোহেল রান ও তারেক হাসনাত তারেক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দৈনিক ইত্তেফাক এর পাকুন্দিয়া উপজেলা সংবাদদাতা প্রভাষক তরীকুল হাসান শাহীন।
পরে অতিথিবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। এসময় স্থানীয় সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।