কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ইয়াবাসহ মাদক ও মোটর সাইকেল চুরির মামলার আসামি গ্রেপ্তার

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২৭ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৪:৪২ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইয়াবাসহ সোহেল ওরফে নাক কাটা সোহেল (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নারান্দী পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ।

এসময় তার কাছ থেকে ৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোহেল ওরফে নাক কাটা সোহেল উপজেলার বড় আজলদী গ্রামের সুলতান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সোহেল ওরফে নাক কাটা সোহেল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পাকুন্দিয়াসহ বিভিন্ন থানায় একাধিক মাদক ও মোটর সাইকেল চুরির মামলা রয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারান্দী পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে আটক করে পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মদন চন্দ্র সাহা’র নেতৃত্বে একদল পুলিশ।

এসময় তার দেহ তল্লাশি করে ৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান মাদক ব্যবসায়ী সোহেলকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর