কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নিকলীতে সরকারের ত্রাণ বিতরণ শুরু

 খাইরুল মোমেন স্বপন, নিকলী | ২৮ মার্চ ২০২০, শনিবার, ৩:২৪ | নিকলী  


কোভিট করোনা-১৯ ভাইরাসের আতঙ্কে কিশোরগঞ্জের নিকলীবাসী গৃহবন্দি জীবন যাপন করছে। এমন পরিস্থিতিতে নিকলী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন দিন মজুর শ্রেণির খাদ্য সংকট নিরসনে জরুরি ত্রাণ বিতরণ শুরু করেছে।

ত্রাণ কর্মসুচির প্রথম দিন শনিবার (২৮ মার্চ) সকাল ৯টা থেকে দামপাড়া ইউনিয়নের ৯৯টি পরিবারের প্রতিটিকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ২টি সাবান ও মাস্ক সম্বলিত প্যাকেট বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান মো. রুহুল কুদ্দুস ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার সামছুদ্দিন মুন্না, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমান, ইউডিপির সমন্বয়ক দুর্গা রাণী সাহা, দামপাড়া ইউপি চেয়ারম্যান মো. আবু তাহের, নিকলী প্রেসক্লাব সম্পাদক দিলীপ কুমার সাহা প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার সামছুদ্দিন মুন্না জানান, এ উপজেলার ৭ ইউনিয়নে জরুরি জরীপকৃত দিন মজুর শ্রেণির ৭শ’ পরিবারে পর্যায়ক্রমে এসব সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

উপজেলাবাসীকে নিজ ও দেশ জাতির স্বার্থে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা অবলম্বন করতে তিনি আহবান জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর