কিশোরগঞ্জের নিকলীতে ‘উদ্যোক্তা তৈরিতে যুব সমাজের ভূমিকা ও স্থানীয়দের মতামত’ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জুন) পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) প্রকল্প অফিসে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
লন্ডনের ল্যাংকাস্টার ইউনিভার্সিটির সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) সেমিনারের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন পপি’র প্রকল্প সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম।
সেমিনার সঞ্চালনায় ছিলেন প্রকল্পের মাঠ গবেষক তারমিনা আক্তার ও খোদেজা আক্তার।
এতে নিকলী উপজেলার ছাতিরচর ও সিংপুর ইউনিয়নের লিভিং ডেল্টা হাব প্রকল্পের সদস্যবৃন্দ, স্থানীয় তরুণ, ব্যবসায়ী ও উদ্যোক্তাগণ অংশ নেন।
সেমিনারে বক্তারা বলেন, আমাদের সমাজের একটি বিরাট অংশ তরুণ। উদ্যোক্তা তৈরির মাধ্যমে আমাদের একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে বেকারত্ব হ্রাস পাবে এবং দেশ হবে সমৃদ্ধ।
অংশগ্রহণকারীরা প্রকল্পের সহযোগী প্রতিষ্ঠান ল্যাংকাস্টার ইউনিভার্সিটি ও প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা পপি’কে এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।