কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নিকলীতে কৃষক দলের কম্বল বিতরণ

 স্টাফ রিপোর্টার | ১৭ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৬:৫০ | নিকলী  


বেশ কয়েকদিন ধরেই শীতে কাবু কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওর পাড়ের মানুষ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সারাদিনই সেখানে ছিল কনকনে ঠান্ডা। এমন পরিস্থিতিতে উপজেলার জারইতলা ইউনিয়নে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে নিকলী উপজেলা জাতীয়তাবাদী কৃষক দল।

বিকালে জারইতলা ইউনিয়নের রসুলপুর বাজারের পাশে একটি খোলা মাঠে সুবিধা বঞ্চিত হাজারো মানুষের মধ্যে কম্বল বিতরণ করে দলটি।

কম্বল বিতরণ অনুষ্ঠানে দেখা হয় আতর বানু (৮০) নামে এক বৃদ্ধার সঙ্গে। বয়সের ভারে নানা রোগে আক্রান্ত তিনি। হাঁটতে পারছিলেন না তিনি। তার বাড়ি দক্ষিণ জাললাবাদ গ্রামে। লাল রঙের একটি কম্বল পেয়েছেন তিনি।

কম্বল পেয়ে তার চোখে পানি। বললেন, ‘বাবারে আমার কেউ নাই। ছুডো একটা ঘরে থাহি। রাত হইলে খুব শীত করে। ওরা আমারে কম্বলডা দিছে। এহন একটু শান্তিতে ঘুমাইতে পারবাম। আমার খুব খুশি লাগদাছে। আল্লাহ হেরারে ভালা রাহূক।'

কম্বল নিতে এসেছিলেন রসুলপুর গ্রামের দৌলত বানু (৮৫)। কম্বল পেয়ে তিনিও খুশি। ‘কদিন ধইরা শীতির ঠ্যালায় ঘুমাতে পারিনি বাজান। আইজ কম্বল মুড়ি দিয়ে আরাম কইরে অ্যাট্টা ঘুম দেব।' বলছিলেন তিনি।

কম্বল বিতরণ অনুষ্ঠানস্থলের প্রায় এক কিলোমিটার দূরের গ্রাম চারগাতী। সে গ্রাম থেকে কম্বল নিতে এসেছিলেন দরিদ্র কৃষক আব্দুর রাশিদ (৭৫)। কম্বল পেয়ে তিনি বললেন, 'এহন কোনু নির্বাচন নাই, তাই কেউ আমরার খোঁজ খবর নেয় না। শীতে খুব কষ্টে দিন কাটাইতাছি। আজকে ওরা কম্বল দিছে। আমরার খুব ভালা লাগতাছে।'

জাতীয়তাবাদী কৃষক দল নিকলী উপজেলা শাখার আহ্বায়ক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নিকলী উপজেলা বিএনপি'র আহ্বায়ক অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু।

তিনি জানান, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হাজী মো. মাসুক মিয়ার অর্থায়নে নিকলী উপজেলার প্রতিটি ইউনিয়নে কম্বল বিতরণ করার কর্মসূচি নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) জারইতলা ইউনিয়নে এক হাজার কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মানিক মিয়া, তাপস কুমার সাহা অপু, যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম তালুকদার হেলিম, হারুন অর রশিদ, অ্যাডভোকেট জিল্লুর রহমান, জাড়ইতলা ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক কামরুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব মো. কামরুল আহসান স্বাধীন, যুগ্ম আহ্বায়ক নুরুল আইন রিপন প্রমুখ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর