কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় নিজ গ্রামের ২৫০ পরিবারের পাশে এমএ মান্নান মানিক

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৯ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ৮:৩৪ | পাকুন্দিয়া  


করোনা পরিস্থিতিতে সারাদেশে চলছে সাধারণ ছুটি। বন্ধ হয়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠানসহ সবকিছু। এতে চরম বেকায়দায় পড়েছেন দৈনিক খেটেখাওয়া মানুষজনসহ হতদরিদ্র লোকজন।

এ রকম পরিস্থিতিতে নিজ এলাকা পাকুন্দিয়ার হতদরিদ্র ২৫০ পরিবারের পাশে দাঁড়িয়েছেন সমাজসেবক আলহাজ্ব এমএ মান্নান মানিক।

তিনি ঢাকায় অবস্থান করেও নিজ এলাকার হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়িছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের ২৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এমএ মান্নান মানিকের পক্ষে অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন সোহেল আহমেদ, সজীব হাসান, তুষার, সুজন ও সুমন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর