কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় কৃষকদের মাঝে আউশ ধান ও সার বিতরণ

 রাজন সরকার, পাকুন্দিয়া | ১১ এপ্রিল ২০২০, শনিবার, ১২:৫১ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ/১, ২০১৯-২০২০ মৌসুমে আউশ ধানের বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম রেনু।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল আমিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবুল কাশেম আকন্দ, উপসহকারী কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম জনি প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার পৌরসদরসহ নয়টি ইউনিয়নের ৯০০ জন দরিদ্র ও প্রান্তিক  চাষিদের মাঝে ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পর্যায়ক্রমে দেয়া হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর