কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ৮৫ পরিবারকে পোড়াবাড়িয়া ব্রাইট স্টারের উপহার

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১১ এপ্রিল ২০২০, শনিবার, ৮:০৭ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় করোনাভাইরাস পরিস্থিতিতে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে ৮৫ পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) "পোড়াবাড়িয়া ব্রাইট স্টার" সংগঠনের পক্ষে ওই এলাকার অসহায় ৮৫টি পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহিম খলিল অন্তর বলেন, অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে আমরা এলাকার ৮৫টি পরিবারকে উপহার সামগ্রী দিয়েছি।

এর মধ্যে প্রত্যেক পরিবারকে ১০কেজি চাল, পাঁচ কেজি আলু, দুই কেজি বেগুন, এক লিটার তেল, এক কেজি করে ডাল ও আটা এবং একটি করে সাবান দেওয়া হয়েছে।

সংগঠনটির সভাপতি মো. আল আমিন বলেন, করোনা পরিস্থিতিতে সাধারণ লোকজন অসহায় হয়ে পড়ছেন। তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

সমাজের বিত্তবানদের উচিত সাধ্যমত তাদের আশপাশের অসহায়দের পাশে দাঁড়ানো।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর