কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নিকলীর সাড়ে তিনশ’ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে দক্ষিণ কোরিয়াস্থ নিকলী কমিউনিটি

 খাইরুল মোমেন স্বপন, নিকলী | ১৩ এপ্রিল ২০২০, সোমবার, ৫:৫৫ | নিকলী  


চলমান করোনা প্রতিরোধ পরিস্থিতিতে মানবিক উদ্যোগ হিসেবে নিকলীতে সাড়ে তিনশ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে দক্ষিণ কোরিয়াস্থ নিকলী কমিউনিটি।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান মো. রুহুল কুদ্দুস ভূইয়া ও নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন মুন্না এসব খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় মাদারীপুর জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, নিকলী সদর ইউনিয়ন চেয়ারম্যান কারার শাহরিয়ার আহম্মেদ তুলিপ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক মিয়া, হামিদ আলী, আদম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

খাদ্য সহায়তা প্যাকেটে ছিল চাল, ডাল, আলু ও পেঁয়াজ।

উদ্বোধনের পর রিক্সাযোগে স্বেচ্ছাসেবকগণ এসব খাদ্য সামগ্রি বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন।

কমিউনিটিটির খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের সমন্বয়কারি দিদারুল আলম জানান, এলাকায় জনসেবামূলক কার্যক্রমে দক্ষিণ কোরিয়াস্থ নিকলী কমিউনিটি সব সময় কাজ করে আসছে।

এই দুর্যোগে আমরা প্রাথমিক পর্যায়ে কিছু পরিবারের পাশে দাঁড়িয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আমাদের ভালো কিছুর উদ্যোগ অব্যাহত থাকবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর