কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় আরো ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন আসাদ ডিলার

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২৩ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ৮:২২ | পাকুন্দিয়া  


করোনা ভাইরাসে সৃষ্ট দুর্যোগে কর্মহীন হয়ে পড়া পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের খেটে খাওয়া হতদরিদ্র সাধারণ লোকজনের পাশে দাঁড়িয়েছেন মো. আসাদুজ্জামান আসাদ ডিলার। তার মানবসেবা এলাকার মানুষের কাছে দাতা হাতেম তাই’র উপাধি পেয়েছে।

গত ৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে স্থানীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদের উপস্থিতিতে এক হাজার পরিবারকে তিনি খাদ্য সহায়তা করেছিলেন।

পর্যায়ক্রমে এলাকার সাধারণ লোকজনের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন আসাদ ডিলার। যা এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) দিনব্যাপী তিনি এগারসিন্দুর ইউনিয়নের খামা, টানখামা, তালদর্শী ও বারাবর গ্রামের অসহায় হতদরিদ্র ৫০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

এ ব্যাপারে আসাদুজ্জামান আসাদ ডিলার বলেন, করোনার কারণে অনেক খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এতে তারা অনেকটাই অসহায় হয়ে পড়ছেন।

এমন দুর্যোগে সবারই উচিত এসব অসহায় মানুষের পাশে থাকা। আমি আমার সাধ্যমত এলাকার মানুষের খেদমত করে যাচ্ছি।

এর আগে এক হাজার মানুষকে খাদ্য সহায়তা করেছি। আজ আবারও চারটি এলাকার ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা করেছি।

আল্লাহ যদি রহমত করে এগারসিন্দুর ইউনিয়নের হতদরিদ্র মানুষের পাশে থেকে তাদের আপদে-বিপদে যে কোন সময় পাশে থাকব।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর