কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ার প্রবীণ শিক্ষক আব্দুল বারী আর নেই

 সাখাওয়াত হোসেন হৃদয় ও মো. তরীকুল হাসান | ৮ জুন ২০২০, সোমবার, ৭:০২ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক ও জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবদুল বারী (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (৮ জুন) সকাল ১১টার দিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে পাকুন্দিয়া পৌরসদরের বাসায় নিয়ে আসার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে, দুই ছেলে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (৮ জুন) বাদ আসর চরকাওনা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে নিজ বাড়ি চরকাওনা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

একজন গুণী শিক্ষক হিসেবে উপজেলাজুড়ে বেশ সুখ্যাতি ছিলো তাঁর। জীবদ্দশায় অত্যন্ত সাদামাটা জীবনযাপন করে গেছেন প্রবীণ এ শিক্ষক।

তাঁর মৃত্যুতে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছর উদ্দিন মানিকসহ সকল শিক্ষক-শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মরহুমের ছেলে কিশোরগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. মোখলেসুর রহমান আল আমিন তার মরহুম পিতার আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর