কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় করোনা শনাক্ত হওয়া ৩০ জনের মধ্যে ১৬ জন সুস্থ, বাকিরাও সুস্থতার দিকে

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১০ জুন ২০২০, বুধবার, ৫:০৮ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এ পর্যন্ত ৩০জন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। আক্রান্ত অপর ব্যক্তিদের অবস্থাও অনেকটাই ভালো।

উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসকদের আন্তরিকতা, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা সেবা গ্রহণ করায় এ উপজেলায় আক্রান্ত হওয়া ব্যক্তিরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়া ব্যক্তি, তাদের স্বজন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জমির মো. হাসিবুস ছাত্তারের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল উপজেলার হোসেন্দী এলাকার আলম মিয়া (৩৬) নামের এক ব্যক্তির শরীরে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়।

এরপর থেকে বুধবার (১০ জুন) পর্যন্ত দুই মাসে উপজেলায় প্রায় ৫শ’র মত নমুনা সংগ্রহ করা হয়। এতে সর্বমোট ৩০ জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু শনাক্ত হয়।

আক্রান্ত হওয়া প্রথম ব্যক্তিসহ ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। করোনা ভাইরাস পজেটিভ হওয়া অপর ব্যক্তিরা ভালো আছেন।

আরও জানা যায়, আক্রান্ত হওয়া আলম মিয়া নামের প্রথম ব্যক্তি ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ শেষে গত ১ মে সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

উসমান মিয়া (৬০) নামের করোনা আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গত ৩ মে সুস্থ হওয়ার ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরেন।

এছাড়া কোভিড-১৯ পজেটিভ হওয়া আরও ১৪ জন ব্যক্তি চিকিৎসকদের পরামর্শ ও স্বাস্থ্যবিধি মেনে হোম আইসোলেশনে থেকে করোনা ভাইরাস মুক্ত হয়েছেন।

এর ফলে গত দুই মাসে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তদের অর্ধেকেরও বেশি সুস্থ হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, করোনা ভাইরাসে আক্রান্ত ৩০ জনের মধ্যে ১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অপর ১৪ জনের মধ্যে একজন কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে, চারজন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোভিড ইউনিটে এবং অপর ৯ জন হোম আইসোলেশনে রয়েছেন। তাদের প্রায় সবাই সুস্থ হওয়ার পথে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. জমির মো. হাসিবুস ছাত্তার বলেন, বৈশি^ক করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় শুরু থেকেই তৎপর ছিলো উপজেলা স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা সমন্বিতভাবে উপজেলায় করোনা ভাইরাস মোকাবেলায় কাজ করে যাচ্ছে। এতে স্বাস্থ্য বিভাগের অনেকেই আক্রান্ত হলেও থেমে নেই চিকিৎসা সেবা।

আক্রান্ত হওয়া ব্যক্তিদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা, তাদের মানসিক সাপোর্ট প্রদানসহ সর্বোপরি স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ প্রদান করায় অর্ধেকেরও বেশি ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

করোনাকালেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি চিকিৎসাসহ অন্যান্য চিকিৎসা সেবা চালু রয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর