কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় আরো এক স্বাস্থ্যকর্মীর করোনা পজেটিভ

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১৩ জুন ২০২০, শনিবার, ৫:৫১ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বেড়েই চলছে স্বাস্থ্যকর্মীদের করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। নতুন করে আরো একজন স্বাস্থ্যকর্মীর করোনা ভাইরাস পজেটিভ এসেছে।

শনিবার (১৩ জুন) দুপুরে এমনটি জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জমির মো. হাসিবুস ছাত্তার।

এ নিয়ে উপজেলায় মোট পাঁচজন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের পরিবারের আরও সাতজন করোনা পজেটিভ হয়ে চিকিৎসাধীন।

ডা. জমির মো. হাসিবুস ছাত্তার বলেন, শুক্রবার (১২ জুন) রাতে পাওয়া রিপোর্টে দুজনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে।

তাদের একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল টেকনোলজিস্ট (৪০) এবং অপরজন উপজেলার চরপলাশ গ্রামে পূর্বে করোনা শনাক্ত হওয়া মহিলার স্বামী (৬১)।

গত ৬ জুন উপজেলা স্বাস্থ্য বিভাগ করোনা শনাক্ত হওয়া এই দুইজনসহ মোট ২৬জনের স্যাম্পল কালেকশন করেছিল।

এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট, ওয়ার্ড বয়, উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ও একজন কমিউনিটি ক্লিনিকের সদস্য করোনা পজেটিভ হয়েছেন।

তাদের মধ্যে টেকনোলজিস্ট সুস্থ্য হয়েছেন। অপর চারজন হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এ উপজেলায় এখন পর্যন্ত ৩৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ জন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর