কিশোরগঞ্জের মিঠামইনে ৪১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আক্কাস মিয়া (৪৭), কবির হোসেন (৩৫), আন্তর মিয়া (২০) ও একরাম (১৯) নামে চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কে মিঠামইন উপজেলার ঢাকী ব্রিজের পাশে মিঠামইন থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে এসব গাঁজাসহ তাদেরকে আটক করে।
আটক হওয়া চার মাদক ব্যবসায়ীর মধ্যে দুইজনের বাড়ি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে এবং বাকি দুইজনের একজনের বাড়ি জেলার কটিয়াদী উপজেলায় ও আরেকজনের বাড়ি করিমগঞ্জ উপজেলায়।
মিঠামইন থানার ওসি আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিঠামইন থানা পুলিশের একটি টিম মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাসি অভিযান চালায়।
ঢাকী ব্রিজের উত্তরপাশে মুছাপুরের কাছে তল্লাসি চালিয়ে ৪১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
ওসি আলমগীর কবির আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এর আগেও উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদকসহ ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়েছে। এমন অভিযান চলমান থাকবে।