ময়মনসিংহ বিভাগের সঙ্গে কিশোরগঞ্জ জেলাকে যুক্ত না করে ঢাকা বিভাগেই বহাল রাখার দাবিতে আন্দোলনে নেমেছে কিশোরগঞ্জবাসী। রবিবার (১২ অক্টোবর) দুপুর থেকে বিকাল পর্যন্ত এ দাবিতে জেলা শহরের পুরানথানা এলাকায় ‘কিশোরগঞ্জ জেলার সর্বস্তরের জনগণ’ এর ব্যনারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচি থেকে কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগ থেকে স্থানান্তর করে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্তির প্রস্তাবনাকে দুরভিসন্ধিমূলক আখ্যা দিয়ে প্রতিবাদ জানানো হয়।
মানববন্ধন কর্মসূচি থেকে ‘ঢাকা ছাড়বো না, ময়মনসিংহ যাবো না’, ‘ঢাকায় আছি, ঢাকায় থাকবো ময়মনসিংহে যাবো না‘ স্লোগানে শহর প্রকম্পিত হয়।
কর্মসূচিতে গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হযরত আলী অভি, সহ-সভাপতি শফিকুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি নূরুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, এটি একটি মিমাংসিত বিষয়। ময়মনসিংহ বিভাগ করার সময়েই কিশোরগঞ্জকে সেখানে যুক্ত করার চেষ্টা করা হয়েছিলো, তখন কিশোরগঞ্জবাসী আন্দোলন করে সেই চেষ্টা প্রতিহত করেছিলো।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কিশোরগঞ্জকে ময়মনসিংহ বিভাগে স্থানান্তর করার সংস্কার কমিশনের সুপারশি থেকে অবিলম্বে সরে আসতে হবে। কিশোরগঞ্জবাসীর আবেগ ও অনুভূতিকে আঘাত করে এমন সিদ্ধান্ত থেকে সরে না আসলে তীব্র আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।