কিশোরগঞ্জে মাদক নিয়ন্ত্রণে টাস্কফোর্স অভিযান পরিচালনা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার (১২ অক্টোবর) জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) ফৌজিয়া খান।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এর সঞ্চালনায় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদার, সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্মা এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যগণ আলোচনায় অংশ নেন।
সভায় দুর্গাপূজার আয়োজন সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়।
এছাড়া শহরের যানজট নিরসন, বিভিন্ন অপরাধমূলক তৎপরতা নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।