দক্ষতা প্রবাস জীবনে সাফল্যের ভিত্তি গড়ে দেয়

কিশোরগঞ্জে কারিগরি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ডিসি ফৌজিয়া খান | এক্সক্লুসিভ
নভেম্বর ৮, ২০২৫
দক্ষতা প্রবাস জীবনে সাফল্যের ভিত্তি গড়ে দেয়

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেছেন, বাংলাদেশের অর্থনীতির একটি প্রধান চালিকাশক্তি হচ্ছে রেমিট্যান্স। কিন্তু দূর প্রবাসে অনেকেই দক্ষতা ও ভাষাজ্ঞানের অভাবে কঠোর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত উপার্জন করতে পারেন না। দক্ষতা প্রবাস জীবনে সাফল্যের ভিত্তি গড়ে দেয়। তাই ভাষাজ্ঞানসহ দক্ষতা অর্জন খুবই জরুরী।

কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক ফৌজিয়া খান এসব কথা বলেন।

শনিবার (৮ নভেম্বর) সকালে বিদেশ গমনেচ্ছু প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ ও ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার; বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ স্লোগানে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, সরকারিভাবে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে বিদেশ গমনেচ্ছু কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আমাদের তরুণ-তরুণীরা দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে গিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পাচ্ছেন। এই সুযোগ সবার গ্রহণ করা উচিত।

কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ জাভেদ রহিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত।

তারুণ্যের উৎসবে অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রবন্ধ ও কুইজ এই দুটি ক্যাটাগরিতে মোট ছয়জন প্রশিক্ষণার্থীকে পুরস্কৃত করা হয়। তাদের হাতে জেলা প্রশাসক ফৌজিয়া খান পুরস্কার তুলে দেন।

এর আগে জেলা প্রশাসক ফৌজিয়া খান বিদেশ গমনেচ্ছু কর্মীদের তিন দিন মেয়াদী ওরিয়েন্টশন কোর্সে অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার ব্যাপারে খোঁজখবর নেন ও সেসব সমাধানে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এক্সক্লুসিভ'র অন্যান্য খবর

সর্বশেষ