www.kishoreganjnews.com

ফুলে-ফলে পল্লবিত নাগলিঙ্গম



[ বিশেষ প্রতিনিধি | ১০ জুন ২০১৭, শনিবার, ১২:১৭ | এক্সক্লুসিভ ]


নাগলিঙ্গম। দুর্লভ একটি বৃক্ষ। কিশোরগঞ্জ শহরের পূর্ব প্রান্তে শোলাকিয়া এলাকায় অবস্থিত আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠের পূর্ব প্রান্তে রয়েছে চারটি বিরল প্রজাতির নাগলিঙ্গম গাছ। এসব গাছ এখন ফুলে-ফলে পল্লবিত।

ফলের চেহারা রং মোটেই বাহারি কিছু নয়। কিন্তু ফুলগুলো বেশ আকর্ষণীয়, দৃষ্টিনন্দন। অদ্ভুত সুন্দর এ ফুলের পরাগচক্র দেখতে অনেকটা সাপের ফণার মতো। হয়তো এই কারণেই এ ফুলের নাম নাগলিঙ্গম।

অন্যদিকে শিশুদের ফুটবলের মত আকারের ফলগুলো খয়েরি রঙের। এসব ফল খাদ্যবস্তু না হওয়ায় গাছ থেকে পড়ে পড়ে মাটিতেই পঁচে যায়। তবে এ গাছের বিশেষত্ব হচ্ছে, গাছে একই সময়ে ফল এবং ফুল শোভা পায়। এছাড়া সারা বছরই গাছে ফুল এবং ফল দেখতে পাওয়া যায়।

এই  নাগলিঙ্গমের ফুলগুলো এতই সুন্দর, সবার দৃষ্টি কাড়ে। কথিত আছে, নাগলিঙ্গম গাছের ফুল ও ফল একান্তই নাগ-নাগিনীর সম্পদ। যদিও বাস্তবে এর কোন প্রমাণ পাওয়া যায় না।

নাগলিঙ্গম গাছে সাঁটানো তথ্য থেকে জানা যায়, সত্তরের দশকে আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের বৃক্ষপ্রেমী প্রধান শিক্ষক প্রয়াত মতিউর রহমানকে তার এক ছাত্র বিদেশ থেকে নাগলিঙ্গমের চারা এনে দিয়েছিলেন। প্রধান শিক্ষক মাঠের পূর্ব প্রান্তে চারা রোপন করলে সেই গাছের ফল থেকে এখন চারটি গাছ হয়েছে।

দীর্ঘ বৃক্ষ। বিশাল বা সুউচ্চ নাগলিঙ্গম গাছের কান্ড বেশ মোটা। উচ্চতায় গাছটি প্রায় ৮০ ফুট পর্যন্ত হতে পারে। ছাতিম গাছের মতো পাতা। এর গুচ্ছ পাতাগুলো লম্বায় সাধারণত ৫-৭ ইঞ্চি লম্বা এবং ৪-৫ ইঞ্চি চওড়া। পাতার রং গাঢ় সবুজ। বছরের প্রায় সব ঋতুতেই এই গাছের পাতা ঝরে এবং পরে নতুন করে গজায়।

বৃক্ষটির একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে, শাখার বদলে নাগলিঙ্গম ফুল ফোটে গাছের গুঁড়িতে। গুঁড়ি ফুঁড়ে বের হয় ছড়া। তারপর ফুল। ফুল উজ্জ্বল গোলাপি, পাপড়ি ছয়টি, পাপড়ি গোলাকার কুল্লি পাকানো। পাপড়ি, রেণু, ফুলের গঠন নাগলিঙ্গমকে করেছে আরও মোহনীয়। প্রস্ফুটিত ফুলের পরাগ কেশর অবিকল সাপের ফণার মতো। অনিন্দ্যসুন্দর নাগলিঙ্গম। বিরল প্রজাতির এই ফুল বেশির ভাগ মানুষের কাছে অপরিচিত।

দৃষ্টিনন্দন নাগলিঙ্গম ফুলটি ফোটে মার্চ থেকে ডিসেম্বরে। নাগলিঙ্গমের ফুল গাঢ় গোলাপি আর হালকা হলুদ রঙের মিশ্রণে এককথায় অসাধারণ। কি দিন, কি রাত যখনই গাছতলায় যান না কেন, এর গন্ধে মন মেতে উঠবে। নাগলিঙ্গম ফুলের সৌরভে গোলাপ আর পদ্মের সংমিশ্রণ। কী এক মাদকতায় নাগলিঙ্গমের সৌরভ বহুদূর থেকে টানে।

গ্রীষ্মে ফুল ধরা শুরু হয়। বসন্তের শেষ থেকে অনেক দিন ধরে ফুটে থাকে শরৎকাল অবধি। ফুলগুলো তিন মিটার দীর্ঘ মঞ্জুরিতে ফুটে থাকে। ফুলের এই বিচিত্র গড়ন আমাদের দেশে বিরল। এর পরাগায়ণও ব্যতিক্রমধর্মী। মূলত মৌমাছি পরাগায়ণে বাহক হিসেবে কাজ করে।

নাগলিঙ্গম গাছে অনেকটা বেলের মতো দেখতে ফল হয়। এই ফল গাছের কাণ্ডের সঙ্গে লেপ্টে থাকে। গাঢ় রঙের বড় বড় পাতার সমাবেশ যেন গাছের উপরিভাগে। গাছের বাকল বাদামি, ধূসর ও মসৃণ।

নানা তথ্য-উপাত্ত ঘেঁটে জানা গেছে, নাগলিঙ্গমের বৈজ্ঞানিক নাম ‘ক্যুরুপিটা গুইয়ানেন্সিস’ (Couroupita Guianensis)। এ গাছের এন্টিসেপটিক, এন্টিবায়োটিক ও এন্টিফাঙ্গাল ওষুধি গুণ রয়েছে। গাছের ছাল ও পাতার নির্যাস চর্মরোগ এবং ম্যালেরিয়ার প্রতিষেধক হিসেবে কাজ করে। হিন্দু ধর্মাবলম্বীদের শিবপূজায় নাগলিঙ্গমের ফুল অত্যাবশ্যক। এছাড়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেও নাগলিঙ্গম অতি পূজনীয়। এ কারণে থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মায়ানমারের বৌদ্ধ মন্দির প্রাঙ্গণে নাগলিঙ্গম গাছ বেশি দেখা যায়। রূপে-গুণে ভরপুর এই গাছের সংখ্যা এখন পৃথিবীতে খুবই কম। সমস্ত পৃথিবীতে এই উদ্ভিদটি বিলুপ্তির পথে। আমাদের বাংলাদেশে হাতে গোনা যে কয়েকটি নাগলিঙ্গম গাছ টিকে আছে এর মধ্যে সংখ্যায় সম্ভবত কিশোরগঞ্জের আজিমউদ্দিন স্কুল মাঠেই সর্বোচ্চ ৪টি নাগলিঙ্গম গাছ রয়েছে।

আজিমউদ্দিন স্কুলের পাশের বাসিন্দা জুনাইদ (৩৫) জানান, নাগলিঙ্গমের ফলগুলো খাবার যোগ্য কি না, পরীক্ষা করার জন্য তিনি একবার সেই ফলে কামড় দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে মুখে জ্বালাপোড়া শুরু হয়। এক পর্যায়ে মুখমণ্ডল ফোলে বিকৃত হয়ে যায়। তিনি আরো জানান, পত্রিকায় নাগলিঙ্গমের গুণাগুণের খবর পড়ে একবার এক ব্যক্তি গাছের পাতা দিয়ে দাঁত মাজেন। সঙ্গে সঙ্গে তার মুখে জ্বালাপোড়া শুরু হয়। অর্থাৎ, গাছের রস বিষাক্ত বলে তাদের মনে হয়েছে।

উদ্ভিদবিজ্ঞানীরা বলছেন, নাগলিঙ্গমের আদিনিবাস দক্ষিণ আমেরিকার উষ্ণ অঞ্চলে। নাগলিঙ্গম আমাদের দেশে বেশ দুর্লভ। পৃথিবীর অপর প্রান্ত থেকে গাছটি কবে, কেমন করে এ অঞ্চলে এসেছিল, ভারতবর্ষের কোথায় তার প্রথম জন্ম হলো, সেসব রহস্য তাদের কাছেও দুর্ভেদ্য রয়ে গেছে।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com