কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


‘স্বপ্ন’ এখন কিশোরগঞ্জে

 স্টাফ রিপোর্টার | ৩০ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার, ৭:৪৭ | অর্থ-বাণিজ্য 


দেশের জনপ্রিয় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন কিশোরগঞ্জে যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে নতুন এই আউটলেটটি জেলা শহরের গৌরাঙ্গবাজারের রউফ ভূইয়া সেন্টারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কিশোরগঞ্জে ‘স্বপ্ন’ এর নতুন স্টোরটি উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।

এ সময় এসিআই লজিস্টিক এর হেড অব বিজনেস মো. সামছুজ্জামান এবং ‘স্বপ্ন’ কিশোরগঞ্জ আউটলেটের ইনভেস্টর রাফসান জামি উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, ঈশাখাঁ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান বদরুল হুদা সোহেল, কিশোরগঞ্জ নিউজ এর প্রধান সম্পাদক আশরাফুল ইসলাম ও ব্যবসায়ী আসাদ উদ্দিন আকন্দ।

এ সময় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিপুল সংখ্যক ভোক্তা উপস্থিত ছিলেন।

এতে দোয়া পরিচালনা করেন হাফেজ মাও. ইমাম উদ্দিন ভূঞা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর