কিশোরগঞ্জের ইটনায় নতুন ভবনে সোনালী ব্যাংক লিমিটেডের শাখা স্থানান্তর উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থানান্তরিত ব্যাংকটির শাখা উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ময়মনসিংহ সোনালী ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট মো. খলিলুর রহমান, ইটনা থানার ওসি মো. কামরুল ইসলাম মোল্যা ও সোনালী ব্যাংক লিমিটেড কিশোরগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম সিদ্দিকী।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন ভবনে সোনালী ব্যাংক লিমিটেডের ইটনা শাখাটি স্থানান্তরের ফলে আধুনিক ও উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করা সম্ভব হবে।