কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ইটনার ৯ ইউনিয়নে ভোটযুদ্ধে লড়ছেন ৪১০ প্রার্থী

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ৬ ফেব্রুয়ারি ২০২২, রবিবার, ১১:৩৯ | ইটনা  


কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ৯টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে সোমবার (৭ ফেব্রুয়ারি)। নির্বাচনকে ঘিরে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

৭ম ধাপের ইউপি নির্বাচনে ইটনা উপজেলার ৯টি ইউনিয়নেই সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু করা হবে। চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ এ উপজেলায় দলীয় প্রতীক দেয়নি। ফলে সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন।

তবে একটি ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থী দলীয় প্রতীকে নির্বাচন করছেন।

উপজেলার ৯টি ইউনিয়নে মোট প্রার্থীর সংখ্যা ৪১০ জন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য পদে মোট ৯৪ জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে মোট ২৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইটনা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, মোস্তাফিজুর রহমান এমারত (আনারস), মো. ইসমাইল (মোটর সাইকেল), মো. উমর ফারুক (অটোরিক্সা), মো. সোহাগ মিয়া (চশমা) এবং রুকন উদ্দিন ঠাকুর (ঘোড়া)।

ধনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, প্রদীপ কুমার দাস (ঘোড়া) এবং হর নাথ দাস (আনারস)।

মৃগা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আব্দুল করিম (আনারস), ফরিদ উদ্দিন আহম্মেদ (চশমা), মো. কামরুল হাসান (মোটর সাইকেল), মো. দারুল ইসলাম (ঘোড়া) এবং শরিফ আহমেদ (অটোরিক্সা)।

বড়িবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, মোহাম্মদ জিয়াউর রহমান (টেবিল ফ্যান), মোহাম্মদ মোশারফ হোসেন (টেলিফোন), মো. আবদুছ ছাত্তার (আনারস), মো. নাজমুল আলম ধন মিয়া (মোটর সাইকেল), মো. মেনু মিয়া (ঘোড়া), মো. হারিছ উদ্দিন (অটোরিক্সা) এবং রিপন চন্দ্র বর্মন (চশমা)।

চৌগাংগা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আবুল কালাম আজাদ (ঘোড়া), আবুল হাসেম (টেলিফোন), এনামুল হক (টেবিল ফ্যান), তোফায়েল আহমেদ (চশমা), মো. ছাইফুল ইসলাম (ঢোল), মো. নূরুল আলম (অটোরিক্সা), মো. ফজলুল হক (মোটর সাইকেল), মো. রেজাউল মিয়া (হাতপাখা) এবং মো. শামছ উদ্দীন (আনারস)।

জয়সিদ্ধি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, মো. নূরু মিয়া (আনারস), মো. ফারুক মিয়া (ঘোড়া) এবং মো. মনির উদ্দিন (চশমা)।

এলংজুরী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আব্দুল কুদ্দুস (ঢোল), এমরান মিয়া (আনারস), মো. আব্দুল হাই (দুটি পাতা), মো. গোলাপ মিয়া (চশমা), মো. হাবিবুল হান্নান (ঘোড়া) এবং রুবেল মিয়া (মোটর সাইকেল)।

রায়টুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, ফয়ছুল কবীর মনোয়ার হুসেন মিলকী (আনারস), মোহাম্মদ এনামুল হক খান মিল্কী (ঘোড়া), মো. মাইন উদ্দিন ভূঞা (চশমা) এবং শাহেদুল হক খান মিলকী (মোটর সাইকেল)।

বাদলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আব্দুল হামিদ (ঘোড়া), জিয়াউদ্দিন সরকার (ঢোল), মো. আদিলুজ্জামান ভূঞা (আনারস), মো. আব্দুল মন্নান (চশমা) এবং মো. আব্দুল গনি ভূঞা (মোটর সাইকেল)।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর