কিশোরগঞ্জের ইটনায় পুলিশের বিশেষ চলমান অভিযানে দীর্ঘদিন যাবত একের পর এক মাদক ব্যবসায়ী আটক ও সাজাপ্রাপ্ত হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এক কেজি গাঁজাসহ জাবেদ আলী (৩২) ও নুর ইসলাম উরফে বাইট্রা (৩৭) নামের দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
দুপুরে ইটনা থানার এসআই খলিলুর রহমান খান সঙ্গীয় ফোর্সসহ সদরের ওয়ারলেস পাড়া সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে এসব গাঁজাসহ তাদের আটক করেন।
গাঁজাসহ আটক হওয়া দুইজন মাদক ব্যবসায়ীর মধ্যে জাবেদ আলী হবিগঞ্জ জেলার বাহুবল থানার ইজ্জতপুর গ্রামের সমুজ আলীর ছেলে ও নুর ইসলাম বাইট্রা অলুয়া গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে।
ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্যা বলেন, উপজেলাবাসীর সহযোগিতায় মাদকমুক্ত ইটনা গড়তে আমাদের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।