কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরতে গিয়ে হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ শামীম মিয়া (২০) ও জয় বাদশা (১৫) এর লাশ উদ্ধার হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টার দিকে উপজেলার মৃগার হাওরে ঘটনাস্থলের কাছ থেকে শামীম মিয়ার এবং বিকাল ৫টার দিকে কাছাকাছি স্থানে জয় বাদশার লাশ উদ্ধার করা হয়।
নিহত শামীম মিয়া মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্রামের সারাজ মিয়ার ছেলে এবং জয় বাদশা একই গ্রামের মাস্টার আলীর ছেলে।
ইটনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে প্রজারকান্দা গ্রামের বুলবুল (৪০), কালাম (৪৮), সাদির মিয়া (৩৬), জয় বাদশা ও শামীম মিয়া এই পাঁচজন নৌকা নিয়ে মৃগার হাওরে মাছ ধরতে যায়।
রাত সাড়ে ১২টার দিকে প্রচ- ঝড়ো বাতাসে নৌকাটি ডুবে গেলে বুলবুল, কালাম ও সাদির মিয়া সাঁতরে বাড়ি ফিরেন।
কিন্তু শামীম মিয়া ও জয় বাদশা নিখোঁজ হয়।
ঘটনার খবর পেয়ে রাতেই ইটনা থানার এসআই মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।
পরে সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে মৃগার হাওর ও আশপাশ এলাকায় তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালানো হয়।
এক পর্যায়ে বেলা সোয়া ১২টার দিকে ঘটনাস্থল মৃগার হাওর থেকে শামীম মিয়ার লাশ উদ্ধার করা হয়।
উদ্ধার তৎপরতা অব্যাহত রেখে বিকাল ৫টার দিকে জয় বাদশার লাশ উদ্ধার করা হয়।