কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


শহীদ সৈয়দ নজরুল মেডিকেলের উপপরিচালক ডা. মুজিবুর রহমান করোনায় আক্রান্ত

 স্টাফ রিপোর্টার | ২৮ জুন ২০২২, মঙ্গলবার, ৮:৫১ | রকমারি 


করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে উপপরিচালক ডা. মো. মুজিবুর রহমান। মঙ্গলবার (২৮ জুন) রেপিড এন্টিজেন টেস্টে তার কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়।

ডা. মো. মুজিবুর রহমান নিজেই কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (২৮ জুন) দিনভর তিনি শরীর ব্যথা অনুভব করেন। সন্ধ্যায় রেপি এন্টিজেন টেস্ট করলে ফলাফল কোভিড-১৯ পজেটিভ আসে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মো. মুজিবুর রহমান ২০১৯ সালের ৩০ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

সিভিল সার্জন হিসেবে যোগদানের পর পরই কোভিড-১৯ পরিস্থিতিতে জেলায় কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধের গুরুদায়িত্ব তাঁকে গ্রহণ করতে হয়। করোনাযুদ্ধে তাঁর কুশলী ও দক্ষ নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে।

রাতদিন করোনা রোগীদের সেবা দেয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে কিশোরগঞ্জের সব মানুষের কাছে প্রশংসিত হয়েছেন তিনি।

এছাড়া একজন মানবিক ও দায়িত্বশীল স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে তিনি জেলাজুড়ে সুনাম কুড়িয়েছেন।

করোনাভাইরাসের সে কঠিন সময়েও তিনি ছিলেন করোনাভাইরাসমুক্ত।

এবার করোনাভাইরাসের চতুর্থ ঢেউয়ের শুরু্তেই তিনি করোনায় আক্রান্ত হলেন।

কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হওয়ার পর সুস্থতার জন্য ডা. মো. মুজিবুর রহমান সবার কাছে দোয়া চেয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর