কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে মাদকবিরোধী অভিযানে প্রাথমিক শিক্ষক ও দুই ভাইসহ পাঁচজন গ্রেপ্তার

 মো. জাকির হোসেন, স্টাফ রিপোর্টার, হোসেনপুর | ২৮ মে ২০১৮, সোমবার, ৯:৪৮ | হোসেনপুর 


হোসেনপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং দুই সহোদরসহ পাঁচ মাদকসেবী গ্রেপ্তার হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হচ্ছে, মো. দিদারুল ইসলাম, সাত্তার আহম্মেদ কাঞ্চন (৪০), তার ভাই শাহাব উদ্দিন (৪২), নয়ন মিয়া (২২) ও বজলু ভান্ডারী (৪৮)।

তাদের মধ্যে মো. দিদারুল ইসলাম উপজেলার হারেঞ্জা গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে ও দক্ষিণ হারেঞ্জা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

অন্যদের মধ্যে সাত্তার আহম্মেদ কাঞ্চন পৌর এলাকার পূর্ব দ্বিপেশ্বরের মৃত রইছ উদ্দিনের ছেলে। উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী কাঞ্চন গত ১৯শে এপ্রিল ৫৫ পিস ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। সদ্য সে জামিনে জেল থেকে ছাড়া পেয়েছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর