কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

 স্টাফ রিপোর্টার | ৩০ মে ২০১৮, বুধবার, ১২:১৩ | ভৈরব 


ভৈরবে পাইপলাইন দিয়ে বাড়ির পানি সরানোকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বাদল মিয়া (৩৮) নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার সাদেকপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মেন্দিপুর গ্রামের সড়কের মধ্যে পাইপলাইন দিয়ে বাড়ির পানি সরানোকে কেন্দ্র করে আক্তার মিয়ার বাড়ির লোকজনের সঙ্গে আক্কাছ মিয়ার বাড়ির লোকজনের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হলে অন্তত ৩০ জন আহত হয়।

আহতদের মধ্যে আফছর মিয়ার ছেলে বাদল মিয়া, সুহাজ উদ্দিনের ছেলে ফেলাল মিয়া (৩৫), আলাল মিয়া (৩২), মো. বিল্লালের ছেলে সাহাজ উদ্দিন (২৮), ইলিয়াস মিয়ার স্ত্রী আমেনা বেগম (৩৩), জাহের মিয়ার ছেলে মুসলিম (৩৪) ও আক্কাছ মিয়ার ছেলে শান্ত (১৮) কে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে বাদল মিয়ার অবস্থা অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভৈরব থানা পুলিশের ওসি মোখলেছুর রহমান জানান, সংঘর্ষের খবরে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর