কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে পাঁচ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

 স্টাফ রিপোর্টার | ১২ জুন ২০২৩, সোমবার, ৮:৫৯ | স্বাস্থ্য 


জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে আগামী ১৫ জুন থেকে ১৮ জুন পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় মোট ৪ লাখ ৯৯ হাজার ৭১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৫৮ হাজার ৭৭৪ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৪০ হাজার ৯৪৩ জন শিশু রয়েছে।

রবিবার (১২ জুন) বিকালে কিশোরগঞ্জের সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা সাংবাদিক অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়েছে।

এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম।

তিনি জানান, জেলার ১৩টি উপজেলার ইউনিয়ন ও পৌরসভার ৩৪৩টি ওয়ার্ডের মোট ২ হাজার ৭৪৪টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ জন্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী মিলে মোট ৬ হাজার ৭৯৯ জন দায়িত্ব পালন করবেন।

সভায় সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার আলপনা মজুমদার মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সভায় স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন মিডিয়ায় জেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর