কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নিকলীতে ঈদগাহ মাঠ ও গরুর হাটের নিরাপত্তা বিষয়ে পুলিশের মতবিনিময়

 স্টাফ রিপোর্টার | ২৪ জুন ২০২৩, শনিবার, ৮:৩৫ | নিকলী  


কিশোরগঞ্জের নিকলীতে ঈদুল আযহাকে সামনে রেখে ঈদগাহ মাঠ ও গরুর হাটের নিরাপত্তার বিষয়ে মতবিনিময় সভা করেছে পুলিশ। শনিবার (২৪ জুন) সকালে নিকলী থানা পুলিশের আয়োজনে থানা মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে থানা এলাকার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠের ইমাম, মসজিদ ও ঈদগাহ মাঠ কমিটির সভাপতি, গরুর হাটের ইজারাদার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নিকলী থানার ওসি মো. সারোয়ার জাহান।

ওসি মো. সারোয়ার জাহান তার বক্তৃতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ঈদুল আযহার জামাতকে ঘিরে যেকোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতির ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।

এছাড়া গরুর হাটে যেকোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক নিরাপত্তার আশ্বাস দেন।

সভায় অন্যদের মধ্যে নিকলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সভাপতি কারার গিয়াস উদ্দিন, নিকলী থানা জামে মসজিদের ইমাম মাওলানা বছির উদ্দিন, আঠারোবাড়িয়া গরুর হাটের প্রধান উপদেষ্টা কামরুল ইসলাম মানিক, আছানপুর ঐতিহাসিক ঈদগাহ মাঠ কমিটির সভাপতি আব্দুল হাসিম মাস্টার প্রমুখ বক্তব্য রাখেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর