কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তফসিলকে স্বাগত জানিয়ে নিকলীতে আওয়ামী লীগের আনন্দ মিছিল

 স্টাফ রিপোর্টার | ১৫ নভেম্বর ২০২৩, বুধবার, ৯:৩৮ | নিকলী  


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণাকৃত তফসিলকে স্বাগত জানিয়ে কিশোরগঞ্জের নিকলীতে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণা করার পর কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেনের নির্দেশনায় উপজেলা সদরে উপজেলা আওয়ামী লীগ এ আনন্দ মিছিল বের করে।

নিকলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কারার সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট আসাদুল হক লিটন, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আল আমিন, প্রচার সম্পাদক শান্ত প্রমুখের নেতৃত্বে আনন্দ মিছিলে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এসময় বক্তারা বলেন, আগামী নির্বাচনে আবারও গণতন্ত্রের বিজয় হবে। আওয়ামী লীগের জয় হবে। কিশোরগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়নে আলহাজ্ব মো. আফজাল হোসেন ৪র্থ বারের মতো এমপি হবেন। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ এগিয়ে যাবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর