কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ব্যতিক্রমী আয়োজনে ভাস্বর 'চিরন্তন মুজিব'

 স্টাফ রিপোর্টার | ১৫ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ১০:১০ | কিশোরগঞ্জ সদর 


ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবসে কিশোরগঞ্জে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে এনআরবিসি ব্যাংক লিমিটেড।

এনআরবিসি ব্যাংক লিমিটেড কিশোরগঞ্জ এরিয়ার পক্ষ থেকে মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর সাড়ে ৪টায় কিশোরগঞ্জ শহরতলীর বিন্নাটি মোড়ে বিজয় স্মৃতিসৌধের পাদদেশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় সেখানে আলো প্রজ্জলন, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা এবং দোআ অনুষ্ঠিত হয়।

ব্যতিক্রমী এ আয়োজনে এনআরবিসি কিশোরগঞ্জ এরিয়ার অর্ধশতাধিক কর্মকর্তা অংশ নেন।

এছাড়া ভার্চুয়াললি সংযুক্ত হন এনআরবিসি ব্যাংক লিমিটেড এর স্পন্সর শেয়ারহোল্ডার মামুন চৌধুরী ও ময়মনসিংহ জোন প্রধান হাজ্জাজ বিন মাহফুজ।

আয়োজকরা জানান, বঙ্গবন্ধুকে যে মুহূর্তে হত্যা করা হয়েছে, সেই মুহূর্তটাকে এ আয়োজনের মাধ্যমে সামনে  আনা হয়েছে। ভোর বা সুবহে সাদিক সময়ের প্রস্থান বঙ্গবন্ধুকে নিশ্চিহ্ন করেনি, বরং সেই সময় থেকেই চিরন্তন মুজিবের যাত্রা শুরু হয়েছে।

ছাপান্ন হাজার বর্গমাইলের দেশটিতে ৫৫ বছরের শেখ মুজিব স্বাধীন বাংলার প্রতিশব্দ। প্রজন্মের সামনে বঙ্গবন্ধুকে গভীর ভাবে জানতে বুঝতে এই আয়োজনটি সহায়ক হিসেবে কাজ করেছে বলে আয়োজকদের বিশ্বাস।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর