কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাঙ্গালপাড়া এখন শতভাগ বিদ্যুতায়িত ইউনিয়ন

 স্টাফ রিপোর্টার | ৩১ মে ২০১৮, বৃহস্পতিবার, ৫:৪৪ | অষ্টগ্রাম 


বৃহস্পতিবার (৩১ মে) দুপুরে অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ৩৬৬টি ও বাঘাইয়া গ্রামের ১০৪ টি মিলিয়ে মোট ৪৭০টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে এসব বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

৪৭০টি পরিবারে নতুন এই বিদ্যুৎ সংযোগের ফলে বাঙ্গালপাড়া ইউনিয়নের প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ পৌঁছে গেছে। ফলে ইউনিয়নটি এখন শতভাগ বিদ্যুতায়িত ইউনিয়নে পরিণত হলো।

বাঙ্গালপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক ভূইয়ার সভাপতিত্বে শুভ বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি এবং বিশেষ অতিথি হিসেবে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সালাহউদ্দিন আহমেদ, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্যা ও অষ্টগ্রাম রোটারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজতবা আরিফ খান উপস্থিত ছিলেন।

এতে অন্যদের মধ্যে অষ্টগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী, বাঙ্গালপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাদির ও সাধারণ সম্পাদক মীর জামাল ভূইয়া, উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর