কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


সুপারিশকৃত আট বিসিএস ক্যাডারকে সংবর্ধনা দিচ্ছে ওরাকল বিসিএস

 স্টাফ রিপোর্টার | ৫ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ১:০৭ | রকমারি 


৪১তম বিসিএসে সুপারিশকৃত আটজন ক্যাডারকে সংবর্ধনা দিবে ওরাকল বিসিএস কিশোরগঞ্জ শাখা। আগামী শুক্রবার (৮ সেপ্টেম্বর) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা অনু্ষ্ঠান অনুষ্ঠিত হবে।

এদিন ৪৬তম ফ্রি সেমিনারেরও আয়োজন করেছে ওরাকল বিসিএস কিশোরগঞ্জ শাখা।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠেয় এ সংবর্ধনা ও ৪৬তম ফ্রি সেমিনার উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ।

ওরাকল বিসিএস কিশোরগঞ্জ শাখার পরিচালক সমীর কুমার গুণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান বদরুল হুদা সোহেল এবং অনলাইন নিউজ পোর্টাল কিশোরগঞ্জ নিউজ এর প্রধান সম্পাদক আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করবেন ৩৫তম বিসিএস এর মো. হান্নান সরকার।

অনুষ্ঠানে ৪১তম বিসিএসে সুপারিশকৃত আটজন ক্যাডারকে সংবর্ধনা দেওয়া হবে। তারা হলেন, পরিবার পরিকল্পনা ক্যাডারে প্রিয়া রায়, শিক্ষা (সমাজকর্ম) ক্যাডারে মোয়াজ্জেম হোসাইন, কাস্টমস ক্যাডারে ১ম সাব্বির আহমেদ জিসান, শিক্ষা (হিসাববিজ্ঞান) ক্যাডারে সজিব রহমান, শিক্ষা (রসায়ন) ক্যাডারে ৭ম তানিম, শিক্ষা (সমাজবিজ্ঞান) ক্যাডারে নাসরিক আফরোজ, শিক্ষা (অর্থনীতি) ক্যাডারে তানিয়া রহমান এবং পররাষ্ট্র ক্যাডারে ২০তম ইমরান আহমেদ শাকির।

সংবর্ধনার পাশাপাশি অনুষ্ঠানে তারা বিশেষ আলোচক হিসেবে আলোচনায় অংশ নিবেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর