কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জ-৫ আসনে আফজালের টানা চতুর্থ জয়

 স্টাফ রিপোর্টার | ৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ১০:৪৮ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মো. আফজাল হোসেন। তিনি ২৫ হাজার ২৯৩ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন।

সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাওয়া বেসরকারি ফলাফল অনুযায়ী, নির্বাচনে মো. আফজাল হোসেন (নৌকা) ৮৪ হাজার ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা সুব্রত পাল (ঈগল)। তিনি পেয়েছেন ৫৮ হাজার ৭৬৩ ভোট।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর