কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জে বীর মুক্তিযোদ্ধাসহ ১০০ ডায়াবেটিস রোগির মাঝে গ্লুকোমিটার বিতরণ

 কবির উদ্দিন ফারুকী সোয়েল | ১ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ৪:১৬ | করিমগঞ্জ  


কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাসহ ১০০ জন দরিদ্র রোগির মাঝে বিনামূল্যে উন্নতমানের ডায়াবেটিস মাপার ডিজিটাল মেশিন গ্লুকোমিটার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে দেহুন্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ হানিফের উদ্যোগে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব গ্লুকোমিটার বিতরণ করা হয়।

ডায়াবেটিস রোগিদের হাতে এসব গ্লুকোমিটার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আলী।

ইউপি চেয়ারম্যান এম এ হানিফের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার, ইউপি সদস্য মো. সবুজ মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

ইউপি সচিব বিপ্লব কুমার চক্রবর্তীর সঞ্চালনায় গ্লুকোমিটার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন হেলাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আবু সালেক, ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেহুন্দা ইউনিয়নে অসংখ্য ডায়াবেটিস রোগি রয়েছেন। তাদের মধ্যে অনেক দরিদ্র মানুষ রয়েছেন। তাদের অনেকেরই ডায়াবেটিস পরীক্ষা করার আর্থিক সামর্থ্য নেই।

এছাড়া এ ইউনিয়নে বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। বয়সের কারণে তাদের অনেকেরই চলাফেরা করতে সমস্যা হয়। ফলে সময়মতো ডায়াবেটিস পরীক্ষা করতে না পারায় অনেকেরই সমস্যা জটিল আকার ধারণ করছে।

এসব মানুষ যেন ঘরে বসেই বিনা খরচে তাদের ডায়াবেটিসের মাত্রা পরিমাপ করতে পারেন, সেজন্যে ইউপি চেয়ারম্যান এমএ হানিফ তাদের বিনামূল্যে উন্নতমানের ডায়াবেটিস মাপার ডিজিটাল মেশিন গ্লুকোমিটার দেওয়ার উদ্যোগ নিয়েছেন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আলী ডায়াবেটিস রোগিদের মাঝে তাদের প্রয়োজনীয় গ্লুকোমিটার বিতরণের উদ্যোগ নেয়ায় ইউপি চেয়ারম্যান এম এ হানিফকে ধন্যবাদ জানান।

এদিকে বিনামূল্যে উন্নতমানের ডায়াবেটিস মাপার ডিজিটাল মেশিন গ্লুকোমিটার পেয়ে বীর মুক্তিযোদ্ধা এবং দরিদ্র ডায়াবেটিস রোগিরা উচ্ছ্বসিত হন। এজন্যে তারা ইউপি চেয়ারম্যান এম এ হানিফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর