কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনের ৩৯ প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

 স্টাফ রিপোর্টার | ২০ জানুয়ারি ২০১৮, শনিবার, ৪:৩৭ | শিক্ষা  


মিঠামইন উপজেলার ৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিভাবে একটি করে ল্যাপটপ দেয়া হয়েছে। শনিবার সকালে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এসব ল্যাপটপ বিতরণ করা হয়।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এসব ল্যাপটপ তুলে দেন।

এ উপলক্ষ্যে ইউএনও তাসলিমা আহমেদ পলি এর সভাপতিত্বে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই শ্লোগানকে উপজীব্য করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আব্দুস শাহিদ ভূইয়া, জেলা পরিষদ সদস্য সমীর কুমার বৈষ্ণব ও মিঠামইন সদর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শরীফ কামাল।

এসময় উপজেলা শিক্ষা অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর