কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে চার মাদকসেবীর আট মাস করে কারাদণ্ড

 স্টাফ রিপোর্টার | ১৪ জুন ২০১৮, বৃহস্পতিবার, ৭:০০ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জে মো. নূরু (২২), মিলন (৪০), শরীফ (২৪) ও নজরুল ইসলাম (৩৫) নামের চার মাদকসেবীকে আট মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ বৃহস্পতিবার (১৪ জুন) দুপুরে তাদের এই দণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠান।

দণ্ডিত চার মাদকসেবীর মধ্যে মো. নূরু কিশোরগঞ্জ সদরের বোয়ালিয়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে, মিলন ফিসারী রোড এলাকার আব্দুস ছোবানের ছেলে, শরীফ লতিবাবাদ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে এবং নজরুল ইসলাম তারাপাশা এলাকার মো. মশ্রব আলীর ছেলে।

সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদের নেতৃত্বে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে বৃহস্পতিবার (১৪ জুন) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ শহরের বড়বাজার এলাকার জাহাঙ্গীরের মোড়ের সরকারি মদের দোকানে মাদক সেবন এবং ক্রয় করার সময় তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর