কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে এইচএসসির ফলাফলে শীর্ষে গুরুদয়াল কলেজ

 স্টাফ রিপোর্টার | ২০ জুলাই ২০১৮, শুক্রবার, ৩:৪৪ | শিক্ষা  


ঘোষিত এইচএসসি পরীক্ষার ফলাফলে কিশোরগঞ্জের সরকারি গুরুদয়াল কলেজ জেলায় সবচেয়ে ভাল ফল অর্জন করেছে। কলেজটির ১ হাজার ৮৩৩জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১ হাজার ৩৯৮ জন, পাশের হার শতকরা প্রায় ৭৬.২৭ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৬ জন।

গত বছর প্রতিষ্ঠানটি থেকে জিপিএ-৫ পেয়েছিল ৭০জন। সে হিসেবে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে সরকারি গুরুদয়াল কলেজ গতবারের চেয়ে এবার ভাল করলেও শতকরা পাশের হার কমেছে। গতবার প্রতিষ্ঠানটির শতকরা পাশের হার ছিল প্রায় ৮২ ভাগ।

এবারের এইচএসসি পরীক্ষায় সরকারি গুরুদয়াল কলেজ থেকে ব্যবসায় শিক্ষা শাখায় মোট ৫১৬ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে মোট ৩৪১জন, যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫জন।

মানবিক শাখায় মোট ৭০১ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে মোট ৪৭৯জন, যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১জন।

বিজ্ঞান শাখায় মোট ৬১৬ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে মোট ৫৭৮জন, যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮০জন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর