কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে মোটর সাইকেল চুরির অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

 মো. জাকির হোসেন, স্টাফ রিপোর্টার, হোসেনপুর | ২৯ জুলাই ২০১৮, রবিবার, ৫:৫২ | হোসেনপুর 


হোসেনপুরে মোটর সাইকেল চুরির সাথে সম্পৃক্ততার অভিযোগে মো. উজ্জল মিয়া (৩৬) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ জুলাই) রাতে উপজেলার পিতলগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মো. উজ্জল মিয়া উপজেলার সিদলা ইউনিয়ন পরিযদের ৮ নং ওয়ার্ডের সদস্য। তিনি হারেঞ্জা গ্রামের তোতা খানের ছেলে।

পুলিশ জানায়, হোসেনপুর বাজারের মিষ্টিপট্টি চৌরাস্তা থেকে সম্প্রতি একটি চোরাই মোটর সাইকেলসহ রতন মিয়া (৪৫) নামে এক জেলখাটা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। ডিসকভার ১৩৫ মডেলের চোরাই মোটর সাইকেলসহ গ্রেপ্তারের এই ঘটনায় দণ্ডবিধির ৪১৩ ধারায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার (২৬ জুলাই) রতন মিয়াকে আদালতে পাঠানো হয়।

আদালতে রতন মিয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দিতে মোটর সাইকেল চুরির সাথে সিদলা ইউনিয়ন পরিযদের ৮ নং ওয়ার্ডের সদস্য মো. উজ্জল মিয়ার সম্পৃক্ততার কথা জানায় রতন।

আদালতে রতনের এই স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে পুলিশ শনিবার রাতে পিতলগঞ্জ বাজার থেকে ইউপি সদস্য উজ্জল মিয়াকে আটক করে। রোববার (২৯ জুলাই) তাকে আদালতে চালান দেয়া হয়েছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর