কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ভাতা স্থগিত

 মো. জাকির হোসেন, স্টাফ রিপোর্টার, হোসেনপুর | ৯ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ১১:৩৯ | হোসেনপুর 


হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৫ জন শিক্ষকের জুলাই মাসের বেতন-ভাতা মেয়াদ উর্ত্তীণ প্রধান শিক্ষকের স্বাক্ষরে প্রস্তুত করে ব্যাংকে বিল জমা দেওয়ার কারণে ব্যাংক বিল জমা না দিয়ে স্থগিত করে দিয়েছে। এতে কোরবানীর ঈদকে সামনে রেখে শিক্ষকেরা হতাশায় ভুগছেন।

হোসেনপুর অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে ব্যাংক ব্যবস্থাপক মো. জয়নাল আবেদীন বলেন, আমাদের কাছে প্রজ্ঞাপন আছে, কোন শিক্ষকের বয়স ৬০ বছর পূর্ণ হলে ওই শিক্ষক আর কোন মতেই স্বপদে বহাল থাকতে পারবেন না। অথচ প্রধান শিক্ষকের চাকুরির বয়স বিগত ২৬ জুন ৬০ বছর হলেও শিক্ষা মন্ত্রণালয়ের এ আদেশ অমান্য করে বিদ্যালয়ের বিল-ভাউচার স্বাক্ষর করে আসছেন। ফলে বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতা স্থগিত করে রাখা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর