কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে ১০ ব্যাটারিচালিত অটোরিকশা চালকের কারাদণ্ড

 মো. জাকির হোসেন, স্টাফ রিপোর্টার, হোসেনপুর | ১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ৭:৫১ | হোসেনপুর 


হোসেনপুরে পৌর এলাকার বিভিন্ন জায়গায় অবৈধভাবে পার্কিং এবং যানজট সৃষ্টি করে যাত্রী উঠানো-নামানোর কারণে ব্যাটারিচালিত অটোরিকশার ১০ চালককে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ আগস্ট) বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পৌর এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম মজুমদার।

দণ্ডিত অটোরিকশা চালকেরা হলেন, মো. আনোয়ার হোসেন (২৫), মো. সুমন মিয়া (২৪), মো. সোহেল (২৬), মো. ফারুক মিয়া (১৯), মো. লিয়াকত আলী (২৫), মো. আব্দুল কাইয়ুম (৪৭), আল-আমিন (১৯), মো. রিপন মিয়া (২৮) ও মো. গোলাপ মিয়া (৩০)।

হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম মজুমদার জানান, ইতোপূর্বে পৌর এলাকায় যানজট নিরসনে মাইকিং করে নিষেধাঞ্জা জারি করা হয়েছিল।

কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে পৌর এলাকার বিভিন্ন জায়গায় অবৈধভাবে পার্কিং এবং যানজট সৃষ্টি করে যাত্রী উঠানো-নামানোর কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশার ১০ চালকের প্রত্যেককে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এছাড়া মোটর সাইকেলের ১০ জন চালককের কাছ থেকে মোটরযান আইনে ৭ হাজার ৫০০টাকা জরিমানা আদায় করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর