কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অষ্টগ্রামে হিজরী নববর্ষ উদযাপিত

 খন্দকার আবু সুফিয়ান | ১৩ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ১:২৭ | অষ্টগ্রাম 


আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় কমিটি অষ্টগ্রাম উপজেলা শাখার উদ্যোগে আরবী হিজরী নববর্ষ ১৪৪০ উপলক্ষ্যে র‌্যালি, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (১২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন অষ্টগ্রাম উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় কমিটির নেতা পীরজাদা হযরত মাওলানা সৈয়দ জহিরুল ইসলাম জুয়েল সাহেব।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফজলুল হক হায়দারী বাচ্চু।

অষ্টগ্রাম উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় কমিটির নেতা হযরত মাওলানা কাজী জসিম উদ্দিন সিদ্দিকীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস, অষ্টগ্রাম সরকারি রোটারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজতাবা আরিফ খাঁন, অষ্টগ্রাম উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাক আহমেদ কমল, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব হযরত মাওলানা রেদুয়ানুল হক আশ্রাফী, অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ, অষ্টগ্রাম সদর ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, পূর্ব অষ্টগ্রাম ইউপির চেয়ারম্যান কাসেদ মিয়া, বাঙ্গালপাড়া ইউপি চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া প্রমুখ।

এছাড়া বিভিন্ন ইউনিয়নের আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতৃবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

পূর্ব নির্ধারিত অনুষ্ঠান সূচিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে দেওঘর ইউনিয়ন বাঙ্গালপাড়া ইউনিয়ন, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন, কাস্তুল ইউনিয়ন ও অষ্টগ্রাম সদর ইউনিয়ন থেকে লোকজন হিজরী নববর্ষকে স্বাগতম জানিয়ে মিছিলের মাধ্যমে উপজেলা সদরে উপস্থিত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে আলোচনা সভায় যোগদান করেন।

পরে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক পথ প্রদক্ষিণ করে হযরত শাহ্ কুতুব ইয়ামেনী (রহ:) মাজার শরীফে উপস্থিত হয়ে মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এতে অন্যদের মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আজহার আশরাফী, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কিশোরগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক হাফেজ জাকির আশরাফী প্রমুখ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর