কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে হার্ট দিবসে র‌্যালি ও আলোচনা সভা

 স্টাফ রিপোর্টার | ২৯ সেপ্টেম্বর ২০১৮, শনিবার, ৫:৩২ | স্বাস্থ্য 


‘আমার হার্ট, তোমার হার্ট সুস্থ রাখতে অঙ্গীকার করি একসাথে’-এ শ্লোগানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ জেলা কমিটির উদ্যোগে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে শহরের ইসলামীয়া সুপার মার্কেট চত্বর থেকে দিবসের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শহরে একটি র‌্যালি বের করা হয়।

পরে সংগঠনের জেলা কমিটির সভাপতি ডা. এস.এম মোস্তফা খান পাঠানের সভাপতিত্বে আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তৃতা করেন সংগঠনের উপদেষ্টা আসাদুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আলহাজ্ব জালাল উদ্দিন, কোষাধ্যক্ষ গোলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ, এ কে এম উসমান গণি প্রমুখ।

সভায় জানানো হয়, স্বাস্থ্যকর খাবার ও ধূমপানমুক্ত পরিবেশ ছাড়া কারো পক্ষে হৃদরোগের ব্যাপারে ঝুঁকিমুক্ত থাকা কঠিন।

এ জন্য জনসাধারণের মাঝে হৃদরোগ, হৃদরোগের কারণ ও ঝুঁকিসমূহের ব্যাপারে সচেতনতা সৃষ্টিতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ সারা দেশের ন্যায় কিশোরগঞ্জেও কাজ করে যাচ্ছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর