কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুবিতে কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের অ্যাডভেঞ্চার ট্যুর

 স্টাফ রিপোর্টার | ৭ অক্টোবর ২০১৮, রবিবার, ৮:২১ | রকমারি 


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের অ্যাডভেঞ্চার ট্যুর অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস এসোসিয়েশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর আয়োজনে গত সোমবার (১ অক্টোবর) চট্টগ্রামের সীতাকুণ্ডের মহামায়া লেক, ইকোপার্ক (সুপ্তধারা ঝর্ণা, সহস্রধারা ঝর্ণা) ও গুলিয়াখালী সমুদ্র সৈকত দিনব্যাপী এই ট্যুর অনুষ্ঠিত হয়।

অ্যাডভেঞ্চার ট্যুরে কুবিতে অধ্যয়নরত কিশোরগঞ্জ এর প্রায় প্রতিটি উপজেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এছাড়া সংগঠনটির উপদেষ্টা ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. জিল্লুর রহমান, উপদেষ্টা ও পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক হুমায়ুন কায়সার শিক্ষার্থীদের সঙ্গে ট্যুরে অংশ নেন।

সংগঠনের উপপ্রচার সম্পাদক এম সাকিব হোসেন কিশোরগঞ্জ নিউজকে বলেন, ২০১৫ সাল থেকে আমাদের সংগঠনটির যাত্রা শুরু করে। প্রতি বছরই আমাদের এলাকার শিক্ষার্থীদের ভর্তি ও পরীক্ষাবিষয়ক বিভিন্ন সাহায্য সহযোগিতা ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান আমরা করে থাকি। কিন্তু এ বছরই আমরা প্রথম ট্যুর এর আয়োজন করতে পেরেছি আমাদের শিক্ষকগণ ও সকল শিক্ষার্থীদের সহযোগিতায়। আশা করছি প্রতি বছর এটি চলমান থাকবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর