কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাল্য বিবাহ নিরোধ দিবসে অষ্টগ্রামে মানববন্ধন

 অজিত দত্ত, অষ্টগ্রাম প্রতিনিধি | ১০ অক্টোবর ২০১৮, বুধবার, ১:৩১ | অষ্টগ্রাম 


বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে অষ্টগ্রামে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার (৯ অক্টোবর) উপজেলা সদরের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সালুয়া ঠাকুর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অভিভাবকগণ অংশ নেন।

এছাড়া স্কুল ও কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নিয়ে বাল্য বিবাহ নিরোধের অঙ্গীকার করে।

মানববন্ধন থেকে মেয়েদের ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর বয়সের আগে বিবাহ দেওয়া আইনত অপরাধ উল্লেখ করে সবাইকে এ ব্যাপারে সচেতন হওয়ার আহবান জানানো হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর